ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘যুদ্ধ চালানো ব্যক্তির কাছ থেকে ট্রফি নেব না’—আইসিসির কাছে ‘বিচার দেবে’ ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
‘যুদ্ধ চালানো ব্যক্তির কাছ থেকে ট্রফি নেব না’—আইসিসির কাছে ‘বিচার দেবে’ ভারত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভিকে ঘিরে ট্রফি বিতর্কে সরব হলো ভারত। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) জানিয়েছে, আগামী নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসি সভায় তারা এ বিষয়ে ‘কড়া প্রতিবাদ’ জানাবে।

ফাইনালে ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালে তিনি ট্রফি ও মেডেল নিয়ে হোটেলে ফিরে যান। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যিনি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন, তার কাছ থেকে আমরা কোনোভাবেই ট্রফি নিতে পারি না। ’

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রফি গ্রহণ করব না। তবে সে কারণে ওই ভদ্রলোকের ট্রফি ও মেডেল নিয়ে হোটেলে চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অপ্রত্যাশিত, শিশুসুলভ আচরণ। আমরা আইসিসির সভায় শক্ত প্রতিবাদ জানাব। ’

সাইকিয়া ভারতীয় দলের পারফরম্যান্সেরও প্রশংসা করেন। তিনি জানান, ভারত পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেছে। তার ভাষায়, ‘গ্রুপপর্বের সব ম্যাচ জিতেছে ভারত। সুপার ফোরে সব ম্যাচ জিতেছে। ফাইনালেও জয় পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই জয় এসেছে। এটি দেশের জন্য বড় এক সাফল্য। ’

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের খেলতে নামা নিয়ে যে সমালোচনা উঠেছিল, সে বিষয়ে সাইকিয়া বলেন, ‘দ্বিপাক্ষিক টুর্নামেন্টে ভারত পাকিস্তান বা অন্য কোনো শত্রুভাবাপন্ন দেশের বিপক্ষে খেলে না। তবে বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া বাধ্যতামূলক। সরকার যে নীতি নির্ধারণ করেছে, বিসিসিআই সেটিই অনুসরণ করেছে। নইলে আমাদের অন্য খেলাগুলোর অংশগ্রহণ ও ফেডারেশন ঝুঁকিতে পড়ত। ’

ভারতের তিনবার পাকিস্তানকে হারানোর প্রসঙ্গে সাইকিয়া আরও বলেন, ‘৩-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে আমরা আমাদের জনগণকে খুশি করতে পেরেছি। গোটা দেশ ভারতীয় দলের এই সাফল্যে গর্বিত। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ