প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। এবারের আসরে দুবার মুখোমুখি হয়েছিল তারা।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ, আগে ব্যাট করবে পাকিস্তান।
ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। একাদশ থেকে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদ্বীপ সিংও। তাদের বদলে খেলছেন রিংকু সিং ও শিবম দুবে। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই শিরোপা লড়াইয়ে নেমেছে পাকিস্তান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও রিংকু সিং।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত।
আরইউ