ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচে বাজিদ খানের পরামর্শ: শুরুতেই ইমপ্যাক্ট ফেলতে হবে বাংলাদেশকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, সেপ্টেম্বর ২৩, ২০২৫
ভারতের বিপক্ষে ম্যাচে বাজিদ খানের পরামর্শ: শুরুতেই ইমপ্যাক্ট ফেলতে হবে বাংলাদেশকে

আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাজিদ খান দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।

তার মতে, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে শুরুতেই প্রভাব বিস্তার করাটাই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণের মূল চাবিকাঠি।

বাজিদ খান মনে করেন, পাওয়ারপ্লে ওভারে নিয়ন্ত্রণ হারালে ভারতের ব্যাটাররা সহজেই ম্যাচ বের করে নিতে পারে। তাই টস জিতলে বাংলাদেশের আগে বোলিং করার পরামর্শ দেন তিনি।

সাবেক তারকা বলেন, ‘ভারতের বিপক্ষে পাওয়ারপ্লেতে কোনো ভুল চলবে না। শুরুতেই চাপ তৈরি করতে পারলে বাংলাদেশ ম্যাচে টিকে থাকবে। ’

বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও বাজিদ খান আশাবাদী। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। মোস্তাফিজের কাটার ও কব্জির বৈচিত্র্য ভারতের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন তিনি। একইসঙ্গে তাসকিন আহমেদের সঙ্গে মোস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করলেই উইকেট আনার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া এশিয়া কাপে স্পিনারদের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন বাজিদ।

তিনি বলেন, ‘ধীরগতির স্পিনাররা উইকেট তুলতে পারছেন, কিন্তু অতিরিক্ত জোরে বল করা স্পিনাররা সমস্যায় পড়ছেন। দুবাইয়ের কন্ডিশনেও ধীরগতির স্পিন কার্যকর হতে পারে। ’

সব মিলিয়ে বাজিদ খানের বিশ্লেষণ, ভারতের বিপক্ষে ম্যাচ জিততে হলে বাংলাদেশের শুরুতেই প্রভাব বিস্তার করতে হবে। বোলিং আক্রমণকে যথাযথভাবে কাজে লাগাতে পারলেই জয়ের সম্ভাবনা তৈরি হবে।

এফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ