ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ফখরের আউট নিয়ে অভিযোগ পাকিস্তানের, পাইক্রফট বললেন—‘এটা আমার কাজ নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, সেপ্টেম্বর ২২, ২০২৫
ফখরের আউট নিয়ে অভিযোগ পাকিস্তানের, পাইক্রফট বললেন—‘এটা আমার কাজ নয়’ সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোর ম্যাচে আবারও বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। ফখর জামানের আউটকে ঘিরে টিভি আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান দল।

তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি তার এখতিয়ারভুক্ত নয়।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ফখর জামানকে ১৫ রানে ক্যাচ আউট দেন শ্রীলঙ্কান টিভি আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগে। সঞ্জু স্যামসনের হাতে ধরা সেই ক্যাচ রিপ্লেতে স্পষ্ট হয়নি—বল মাটিতে লেগেছিল নাকি সরাসরি গ্লাভসে গিয়েছে। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল সিদ্ধান্ত দেননি, বরং টিভি আম্পায়ারের কাছে রেফার করেন। টিভি আম্পায়ার জানান, কিপারের আঙুল বলের নিচে ছিল, তাই আউট।

ফখর বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশের পর মাঠ ছাড়েন। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে বল মাটিতে লাগার পর কিপারের হাতে গেছে। যদি ফখর পাওয়ারপ্লে  জুড়ে খেলতে পারত, আমরা হয়তো ১৯০ পর্যন্ত তুলতে পারতাম। ’

পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা সরাসরি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি বলেন, ‘এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। ’ পরে আইসিসির কাছে ইমেইলের মাধ্যমে অভিযোগ পাঠান চিমা।

এর আগেও প্রথম ভারত ম্যাচে করমর্দন না করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবং তাকে সরানোর দাবি জানায়। কিন্তু আইসিসি সেই দাবি নাকচ করে। নতুন করে ফখর জামান বিতর্কে পাকিস্তান–ভারত লড়াই আবারও তিক্ত হয়ে উঠেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ