ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কাকে ১৫০ রানের লক্ষ্য দিল হংকং

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, সেপ্টেম্বর ১৫, ২০২৫
শ্রীলঙ্কাকে ১৫০ রানের লক্ষ্য দিল হংকং

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলেছে হংকং। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে তারা।

ফলে লঙ্কানদের সামনে দাঁড়িয়েছে ১৫০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

হংকংয়ের হয়ে ইনিংসের মূল ভরসা ছিলেন দুই টপ অর্ডার ব্যাটার আনশি রাথ ও নিজাকাত খান। রাথ ধীরস্থির ব্যাটিংয়ে ৪৬ বলে ৪৮ রান করেন। অন্য প্রান্তে আগ্রাসী ভঙ্গিতে খেলে ৩৮ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন নিজাকাত। তাদের দুজনের ব্যাটে ভর করেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যায় হংকং।

শুরুর দিকে ওপেনার জিশান আলি ১৭ বলে ২৩ রান করে দলকে দারুণ এক সূচনা এনে দেন। শেষের দিকে দলকে একাই টেনে নেন নিজাকাত।  

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দুশমন্ত চামিরা। তিনি ৪ ওভারে ২৯ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা একটি করে উইকেট শিকার করেন।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।