ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি কোনো ভারতীয় ক্রিকেটার, দাবি রায়নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, সেপ্টেম্বর ১৫, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি কোনো ভারতীয় ক্রিকেটার, দাবি রায়নার সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে চলছে বিতর্ক। শুধু ‘নো হ্যান্ডশেক নয়’, এবার সামনে এল আরও বিস্ফোরক দাবি।

 

ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না জানিয়েছেন, ভারতীয় দলের কোনো ক্রিকেটারই পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তে তাদের বাধ্য হয়ে মাঠে নামতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’-এর সঙ্গে আলাপচারিতায় রায়না বলেন, ‘একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, যদি খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, কেউই এশিয়া কাপে খেলতে চাইত না। তারা বাধ্য হয়েছে কারণ বিসিসিআই সম্মতি দিয়েছে। সূর্যকুমার ও তার সতীর্থরা যদি নিজেদের মতামত দিত, তারা স্পষ্ট ‘না’ বলত। কোনো খেলোয়াড়ই চাইনি। ’

পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী অপারেশন ‘সিঁদুর’র পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআইসহ সব বোর্ড সম্মত হয়, আর সেই সিদ্ধান্তের কারণে মাঠে নামতে হয় ভারতীয়দের।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ বর্জনের দাবি উঠেছিল, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল নির্ধারিত সূচি মেনে খেলতে নামে। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েই ভারত শুধু ক্রিকেটীয় জয় নয়, পহেলগাঁও হামলার শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।