ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সিলেটে বিসিবি সভা, হতে পারে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, সেপ্টেম্বর ১, ২০২৫
সিলেটে বিসিবি সভা, হতে পারে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা  ছবি: সংগৃহীত

আজ সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টা নাগাদ শহরের একটি পাঁচতারকা হোটেলে শুরু হবে পরিচালনা পর্ষদের বৈঠক।

এই সভায় বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির পাশাপাশি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।  

বিসিবি সূত্রে জানা গেছে, সভার প্রধান আলোচ্য বিষয় হলো আসন্ন বিসিবি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা। নির্বাচনী প্রক্রিয়া, তারিখ নির্ধারণ ও বিভিন্ন পদে প্রার্থী হওয়া সংক্রান্ত বিষয়গুলো এই সভায় আলোচিত হতে পারে।  

কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্বপদে বহাল রাখতে নির্বাচনের পরিবর্তে গঠন করা হতে পারে একটি অ্যাডহক কমিটি। এ ইস্যুতে প্রতিবাদ জানায় ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। সেই প্রেক্ষাপটে আজকের সভা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।  

আজকের সভায় কেবল নির্বাচন নয়, বিপিএল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করার পাশাপাশি দল, ভেন্যু ও সময়সূচি নিয়েও স্পষ্ট ধারণা মিলতে পারে। কোচিং স্টাফ হিসেবে জুলিয়ান উড এবং মনোবিদ স্কটের বিষয়েও আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, আন্তর্জাতিক আম্পায়ার সায়মন টাফেলের ইস্যুও আলোচনার বিষয়বস্তু হতে পারে।  

সিলেটে বিসিবির সভা হলেও এখন পর্যন্ত কেবল সভাপতি বুলবুল এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সিলেটে সরাসরি যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বাকি পরিচালকরা সভায় ভার্চুয়ালি অংশ নেবেন।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।