ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

১০৩ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, সেপ্টেম্বর ১, ২০২৫
১০৩ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস ছবি: বিসিবি

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ডাচদের নাজেহাল করেছে তাসকিন আহমেদরা।

মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস।  

নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারের আগেই সবকয়টি উইকেট হারিয়ে ফেলে। মাত্র ১৭.৩ ওভারে ১০৩ রানেই থামতে হয় তাদের। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে আরিয়ান দত্তের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে বিক্রমজিত সিংহের ব্যাট থেকে। বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থতার মিছিলে। স্কট এডওয়ার্ডস করেন ৯, শরিজ আহমদ ১২ এবং বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।  

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় নেদারল্যান্ডস। নাসুম আহমেদ ৩টি, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান একটি করে উইকেট লাভ করেন।  

ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ তুলনামূলক সহজ লক্ষ্য পেয়েছে। ব্যাট হাতে এই সহজ লক্ষ্য টপকাতে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।