ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভাস্কর্য নিয়ে ট্রল, তবু ‘চেষ্টাকে’ সম্মান জানালেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জুন ১৩, ২০২৫
ভাস্কর্য নিয়ে ট্রল, তবু ‘চেষ্টাকে’ সম্মান জানালেন ওয়াসিম আকরাম হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের এই ভাস্কর্য/সংগৃহীত ছবি

হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের একটি ভাস্কর্য। ১৯৯৯ সালের বিশ্বকাপের পোশাকে বোলিং অ্যাকশনে থাকা আকরামের এই ভাস্কর্য যদিও সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছে, তবুও ‘চেষ্টা’র প্রশংসা করেছেন আকরাম নিজেই।

এই ভাস্কর্যটিতে তুলে ধরা হয়েছে আকরামের পরিচিত বোলিং অ্যাকশন, তবে মুখাবয়ব নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছেন। কারও মতে, ভাস্কর্যটি আকরামের চেয়ে বরং অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ। কেউ বলেছেন— “১০ শতাংশ সিমেন্ট, ৯০ শতাংশ হতাশা”।

তবুও, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আকরাম লেখেন, “হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে আমার মূর্তি নিয়ে অনেক আলোচনা চলছে। আমার ভাস্কর্যটা অন্তত বাঘটার চেয়ে ভালো। আসলে ভাবনাটাই মুখ্য। স্রষ্টাকে কৃতিত্ব দেওয়া উচিত, প্রয়াসের জন্য পুরো নম্বর, আর সবাইকে ধন্যবাদ। ”

এই ভাস্কর্যের পাশে রয়েছে আরেকটি বাঘের মূর্তি, যেটিকেও অনেকেই অনুপাত ও গঠনে অদ্ভুত বলেই বর্ণনা করেছেন।

স্টেডিয়ামের প্রধান সিরাজ লঘারি বলেন, “শিল্পী নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। যদিও এটা শতভাগ আকরামের মতো হয়নি, তবুও আমরা তার প্রচেষ্টাকে সম্মান জানাই। ”

ওয়াসিম আকরাম পাকিস্তানের ইতিহাসের সেরা পেসারদের একজন। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী এই তারকা ১০৪ টেস্টে ৪১৪ এবং ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট শিকার করেছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ