ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিট, শর্ত ইউনিফর্ম ও আইডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, এপ্রিল ২৮, ২০২৫
চট্টগ্রাম টেস্টে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিট, শর্ত ইউনিফর্ম ও আইডি চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে গ্যালারিতে দর্শকশূন্যতা ছিল চোখে লাগার মতো/সংগৃহীত ছবি

চট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচাতে মাঠে লড়ছে বাংলাদেশ। তবে ম্যাচের প্রথম দিনে বন্দরনগরীর স্টেডিয়াম ছিল অনেকটাই দর্শকশূন্য।

তাই স্টেডিয়ামে দর্শক বাড়াতে ও শিক্ষার্থীদের ক্রিকেটের প্রতি আগ্রহী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে এলো দারুণ এক উদ্যোগ।

সোমবার (২৮ এপ্রিল) বিসিবির মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

তবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের নিজেদের স্কুলের ইউনিফর্ম পরে আসতে হবে এবং সঙ্গে আনতে হবে একটি বৈধ স্কুল আইডি কার্ড।

এদিকে মাঠের খেলায় প্রথম দিনে দুর্দান্ত শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম দুই সেশনে তারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তবে শেষ সেশনে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।  

প্রথম দিনে জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছে, যেখানে পাঁচ উইকেট শিকার করে নায়ক হয়ে উঠেছেন তাইজুল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ