ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

উইকেট বেশি নেওয়ার পরিকল্পনায় সফল নিউজিল্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, ডিসেম্বর ২২, ২০২৩
উইকেট বেশি নেওয়ার পরিকল্পনায় সফল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে কখনোই সাদা বলের ক্রিকেটে জয় পায়নি বাংলাদেশ। এবারের সিরিজের প্রথম দুই ম্যাচেও বদলায়নি দৃশ্যপট।

শেষ ম্যাচ হেরে গেলে দেশটিতে এখন টানা সপ্তম হোয়াইটওয়াশের তেতো স্বাদ নিতে হবে বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশ কাছাকাছি গিয়েছিল টাইগাররা। কিন্তু বৃষ্টি বাধায় ৩০ ওভারে নেমে আসে ম্যাচ। দ্বিতীয়টিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন সৌম্য সরকার। তার আগে অবশ্য পাওয়ার প্লেতে ৪৪ রানে তিন উইকেটে হারিয়ে ফেলে। পরে ২৯২ রান করেও ৭ উইকেটে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচের ফল কেমন হবে?

এমন প্রশ্নে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমি জানি না (হাসি)। আমাদের কালকের ম্যাচে মাঠে নেমে দেখতে হবে কী হয়। সৌম্য সরকার দারুণ খেলেছে, কী অসাধারণ একটা স্কোর করল সেদিন। নেলসনে আমার মনে হয় তারা ৩০-৪০ রান কম করেছে। ’

‘এখানে আমাদের বোলারদের কৃতিত্ব আছে, পাওয়ার প্লেতে তারা ৩-৪ উইকেট নিয়ে ফেলেছিল। এখানে আমরা এগিয়ে গিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল বেশি উইকেট নিয়ে এগিয়ে থাকা। আমাদের অনেকেই দারুণ খেলেছে, নিকোলস, ইয়ং এবং রাচিন যা করছে তা দারুণ। আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ