ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জিতলে মুশফিক ভাইয়ের জন্য ভালো হতো: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মার্চ ২১, ২০২৩
জিতলে মুশফিক ভাইয়ের জন্য ভালো হতো: সাকিব

সিলেট থেকে: সাকিব আল হাসান কোথায় আছেন, সেটা এখন বেশ রহস্যেরই ব্যাপার। গতকাল সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেছিলেন তিনি।

এরপর উড়ে গেছেন ঢাকায়। বাংলাদেশ বিমানের অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।

সেখানে তার কাছে প্রশ্ন যায় ক্রিকেট নিয়েও। বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেছে। এ নিয়ে আফসোস ছিল সাকিবের কণ্ঠেও। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে দ্রুততম হিসেবে ৬০ বলে সেঞ্চুরি করেন মুশফিকের রহিম।

সাকিব এ নিয়ে বলেছেন, ‘জিতে গেলে ভালো হত অবশ্যই, বিশেষ করে যারা ভালো খেলছে। মুশফিক ভাইর জন্য আরও ভালো হতো আমার মনে হয়। কিন্তু বৃষ্টি তো আমাদের হাতে নেই, এটা হতেই পারে। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে বুধবার দল ছিল বিশ্রামে। এ সময়কে কাজে লাগিয়ে ঢাকায় গেছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।