ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

শিল্প-সাহিত্য

সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি নিয়ে বইমেলায় রিফাত হাসান

তানিম কবির | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি নিয়ে বইমেলায় রিফাত হাসান

অমর একুশে গ্রন্থমেলার শেষ সপ্তাহে দুয়েন্দে পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে রিফাত হাসানের প্রবন্ধগ্রন্থ ‘সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি’। এরআগে বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী, লিটলম্যাগ, ওয়েবজিন ও ব্লগে তার বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণধর্মী নানা লেখা প্রকাশিত এবং আলোচিত হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে মলাটবন্দী হলেন এই লেখক।



বইটি সম্পর্কে জানতে চাইলে রিফাত হাসান বাংলানিউজকে বলেন, ‘বই সম্পর্কে এক কথায় বলা মুশকিল। আমার বিভিন্ন সময়ে লিখিত চিন্তাগুলোর নির্বাচিত সংকলন বলা যায় বইটিকে। ভূমিকায় বলেছি, এই বইয়ের লেখাগুলো ইতিহাসের ভেতরে বসে, ইতিহাসের নামতা গুণতে গুণতে, সেই ভ্রমণের অংশ হিসেবেই লিখিত হয়েছে। ফলত এইসব লেখা ইতিহাসের সাথে লেখকের ডায়লগ ও বোঝাপড়ার অংশ। রাষ্ট্র ও রাজনৈতিকতার দিক থেকে বাংলাদেশ ও এ অঞ্চলের মানুষের মধ্যে যে বিকার ও সংকট উপস্থিত, তার একটা বাছ-বিচার করার চেষ্টা করেছি বইটির ভূমিকা ও অন্যান্য লেখালেখিতে। ’

তিনি বলেন, ‘কর্তব্য, নীতি, দর্শন ও সমাজতত্ত্বের দিক থেকেও আলাপ তোলার চেষ্টা আছে বইয়ে। কোনো পাঁড় একাডেমিক আলাপ নয়। ডায়লগ ও সম্পৃক্ততার জায়গায়, নিরন্তর বোঝাপড়া তৈরির জার্নি বলতে পারেন। আমার কয়েকটি গল্প ধরনের লেখাও এ বইয়ে রাখা হয়েছে। পলিটিক্যাল বায়োগ্রাফির মতো কিছু আলাপও এ বইয়ে এনেছি। বন্ধুদের সাথে কথোপকথনও আছে। আবার, শাহবাগ ও হেফাজত বিষয়ে আমার সব লেখাগুলোই এখানে আছে। কারণ ফর্ম নিয়ে আমি ভাবি নাই। আমি সম্পর্কসূত্র ভেবেছি। নাম প্রবন্ধটিকে এ ক্ষেত্রে সূত্র হিসেবে ভাবা যেতে পারে— সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি। ’

প্রথম বই প্রকাশের অনুভূতি ও অভিজ্ঞতার বর্ণনায় রিফাত বলেন, ‘যখন লিটলম্যাগ করতাম, রাত জেগে প্রেসে বসে থাকতাম ঝকঝকে ছাপা কাগজের গন্ধ পাবার জন্য। সেই বিচিত্র অনুভূতির মধ্যে আবেগ ছিল, যার সাথে বর্তমান বইয়ের একটা পার্থক্য আছে। যেমন, আমার বই মেলায় এসেছে শুনেছি, কিন্তু গন্ধ দূরে থাক, বইটি এখনো দেখার সুযোগ হয় নাই। তারপরেও, এখানে কথা থাকে। প্রকাশক আমাদের বন্ধু মানুষ, উনি নিজ দায়িত্বে বইটি দেখে শুনে দিয়েছেন, আমাকে ঢাকা আসতে হয় নাই।

তিনি আরও বলেন, কোনো প্রকাশকের কাছে ধর্ণা না দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। দুয়েন্দে পাবলিকেশনের শাহীন ভাই ব্যাপারটি জেনে নিজেই প্রকাশের প্রস্তাব দিলেন। আমি সেজন্য শাহীন ভাইকে মহানুভব প্রকাশক বলি। আর একটা ব্যাপার, লেখক যখন লেখেন এবং তার জনসমক্ষে ‘প্রচার’-এর আস্পর্ধা ঘটান, তখন একটা দায় নিয়েই লেখেন। এইটা রাজনীতি সম্পর্কে লেখকের নিজের সম্বিৎ-জ্ঞান, একে ঠাহর ও নিয়ন্ত্রণ করতে পারার ইচ্ছা এবং ক্ষমতা উদ্ভূত। এই কাজের জায়গা থেকে লেখক হিসেবে আমার একটা অপেক্ষা ও আহুতি আছে। আপাত এটাই অনুভূতি বা অভিজ্ঞতা। ’

বিষয় হিসেবে সম্পর্ক বন্ধুত্ব ও রাজনীতি আপনার আগ্রহের কারণ হলো কেন? এমন প্রশ্নের জবাবে ফোনযোগে রিফাত বলেন, ‘সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতিকে আমি একটা জরুরি ভাব বলেছি ও আলাপে অগ্রসর হবার জন্য এই ভাবটি গ্রহণ করেছি। মানুষ হিসেবে প্রথমত নিজের অস্তিত্ব এবং অপর, তার বরাতে সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি যার মধ্যে প্রতিদিন আমরা জারিত হই, লেখালেখি, বুদ্ধিজীবীতা ও নন্দন চর্চা করি, এইসবের একটা বিচার বিবেচনা খাড়া করার কর্তব্য পালন। রাজনীতিকে আমি সম্পর্কের জ্ঞান বলি। এবং মুআমিলাতেই রাজনীতির প্রকাশ ঘটে।

তিনি বলেন, ‘সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির এই ভাব থেকেই এই বইয়ের আলাপ ও প্রসার। এই বইয়ে আমাদের আলাপের স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে বাংলাদেশ, আরো বিশেষভাবে বললে, বাংলাদেশ রাষ্ট্র থাকলেও, মূলত সেই সম্পর্কসূত্র বোঝাপড়ার সাধনা। আমরা যখন বাংলাদেশ রাষ্ট্র ও এর ভিত্তিতে নাগরিক হিশেবে আমাদের কর্তব্য নিয়ে কথা বলি, তখনও এই সম্পর্কসূত্র থেকে বলি। তার অংশ হিশেবেই বাংলাদেশ রাষ্ট্রের গঠন, ক্ষমতা, সংবিধান, গণ-আকাঙ্ক্ষা, নাগরিকতা, ভায়োলেন্স, জাতীয় স্বার্থ এইসব বিষয় আলাপের প্রয়োজনে ঘুরে ফিরে হাজির থেকেছে। ’

সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি’র পরিবেশক বাঙলায়ন প্রকাশন। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাঙলায়নের স্টলে বইটি পাওয়া যাবে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শফিক শাহীন। বিনিময়মূল্য ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।