ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

কৃষি

ফেসবুকে নয়, বাড়িতে চাষ করেই দেখুন ‘২২ ছড়ি’ কলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, অক্টোবর ৩১, ২০১৭
ফেসবুকে নয়, বাড়িতে চাষ করেই দেখুন ‘২২ ছড়ি’ কলা ২২ ছড়ি কলা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়শই একটি ফটো ঘুরে বেড়াতে দেখা যায়। আর সেটি হচ্ছে, একটি লোক বিরাট এক কলার কাদির সঙ্গে দাঁড়িয়ে আছে। আর তাতেই সবাই বিস্ময় প্রকাশে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে এটি কিন্তু দেশের সব জায়গায় না হলেও মেহেরপুরে এখনো হয়। অত্যন্ত সুস্বাদু এই কলা একেবারেই দেশি জাতের। নাম এর ‘২২ ছড়ি কলা’।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উন্নয়ন মেলায় গিয়ে এ তথ্য জানা গেছে। মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) এটির জাত সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মেলায় প্রদর্শনী করছে।

এনেছে ৬ ফুট উচ্চতার এক কলার ছড়িও।
 
সংস্থাটির কৃষিবিদ সাজিদুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা বাড়িতে বাড়িতে চাষের জন্য এই কলার চারা দিয়ে থাকি। একইসঙ্গে চাষ পদ্ধতির প্রশিক্ষণও দিই। অত্যন্ত পুষ্টিকর এই কলার ফলন বেশ ভাল। খেতেও খুব সুস্বাদু। কোনো বিচি নেই। তবে দেশের লোকেরা এর কদর বোঝে না বলে প্রায় হারিয়েই গেছে। তাই আমরা এটি আবার সহজলভ্য করার উদ্যোগ নিয়েছি। তবে বাণিজ্যিক চাষের জন্য এই কলা নয়।
 
সাধারণ অন্যান্য কলাচাষে ১০ মাসেই ফল পাওয়া যায়। তবে এই ২২ ছড়ি’র চারা থেকে ১২ মাসে ফল আসে। যে কারণে বাণিজ্যিক চাষে এই কলায় লাভ হয় না। তবে বাড়িতে বাড়িতে শুধু নিজেদের জন্য এই কলা বেশ লাভজনক। কেননা, উৎপাদন খরচ তেমন নেই। আবার ফলন বেশি। তবে ২২ ছড়ি বলে ২২ কাদি কলাই পাওয়া যায় এমন নয়। কখনো কখনো কম-বেশি হয়।
 
এটি আমাদের দেশের জাত এবং এক সময় অনেক হতো-যোগ করেন সাজিদুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইইউডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।