[x]
[x]
ঢাকা, রবিবার, ৩ অগ্রহায়ণ ১৪২৫, ১৮ নভেম্বর ২০১৮
bangla news

দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-৩১ ২:০০:২৪ এএম
নির্বাচন কমিশন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ/ছবি: বাংলানিউজ

নির্বাচন কমিশন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: সারা দেশে হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ , যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ।

বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সামনে এসব তথ্য প্রকাশ করেন।

চূড়ান্ত হালনাগাদে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর দৈত ভোটার পাওয়া গেছে ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। আইনত অপরাধ বিধায় দৈত ভোটরদের বিরুদ্ধে মামলা করছে নির্বাচন কমিশন। এবারে হালনাগাদের আগে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন।

ইসি ভারপ্রাপ্ত সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার হওয়া যাবে। তবে তফসিল ঘোষণা হয়ে গেলে আর কেউ এ তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন না। সংবিধান অনুযায়ী চলতি বছরের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ইইউডি/এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache