ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আমেরিকায় এল ক্লাসিকো, ম্যানচেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আমেরিকায় এল ক্লাসিকো, ম্যানচেস্টার ডার্বি আমেরিকায় এল ক্লাসিকো, ম্যানচেস্টার ডার্বি/ছবি: সংগৃহীত

আমেরিকা জুড়ে প্রাক মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি) মাতাবে ইউরোপিয়ান জায়ান্টরা। ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকো ম্যাচও উপভোগ করবে ফুটবল বিশ্ব।

ইতোমধ্যেই এবারের আসরের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ ও ম্যানসিটি।

গতবছর আইসিসি ইভেন্টের চীন এডিশনে দু’দলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

আগামী ২০ জুলাই হোসে মরিনহোর ম্যানইউকে চ্যালেঞ্জ জানাবে পেপ গার্দিওলার ম্যানসিটি। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২৯ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।

এদিকে, ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস, রোমা ও টটেনহাম আট দলের প্রাক মৌসুম টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে।

এক নজরে পূর্ণ সূচি:
জুলাই ১৯: পিএসজি-রোমা
জুলাই ২০: ম্যানইউ-ম্যানসিটি
জুলাই ২২: বার্সেলোনা-জুভেন্টাস
জুলাই ২২: টটেনহাম-পিএসজি
জুলাই ২৩: ম্যানইউ-রিয়াল মাদ্রিদ
জুলাই ২৫: টটেনহাম-রোমা
জুলাই ২৬: ম্যানইউ-বার্সেলোনা
জুলাই ২৬: পিএসজি-জুভেন্টাস
জুলাই ২৬: রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি
জুলাই ২৯: ম্যানসিটি-টটেনহাম
জুলাই ২৯: রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
জুলাই ৩০: জুভেন্টাস-রোমা

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad