ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবহাটা থানায় সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
দেবহাটা থানায় সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলা

সাতক্ষীরা: করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ জুলাই) রাতে র‌্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাহেদ করিমসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়েছে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে পালিয়ে ভারতে যাওয়ার সময় সাহেদ করিমকে আটক করে র‌্যাব।

** সাহেদকে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।