ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুস্থ হয়ে কাজে ফিরছেন না.গঞ্জ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ২০, ২০২০
সুস্থ হয়ে কাজে ফিরছেন না.গঞ্জ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জন স্বাস্থ্যকর্মী সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। 

শনিবার (২০ জুন) বাংলানিউজকে এ তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।  

আক্রান্তদের মধ্যে ছিলেন চারজন ডাক্তার, দুইজন নার্স ও ১০ জন স্বাস্থ্যকর্মী।

এরা সবাই আইসোলেশনে থেকে সুস্থ হয়ে এখন কাজে ফিরেছেন। নিয়মিত দায়িত্ব পালনও করছেন এরা।

ডা. আসাদুজ্জামান জানান, আমাদের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে এখন পর্যন্ত ১৬ জন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এখন সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আপাতত আমাদের এখানে আক্রান্ত কোনো স্বাস্থ্যকর্মী নেই। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সবাই করোনামুক্ত।

এ হাসপাতালে ৩৪ জন ডাক্তার, ১০৭ জন নার্স ও ৩০ জন স্টাফসহ মোট ১৭১ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।