ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সপ্তাহে দু’দিন খোলা থাকবে ফেনী শহরের দোকানপাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, জুন ১০, ২০২০
সপ্তাহে দু’দিন খোলা থাকবে ফেনী শহরের দোকানপাট

ফেনী: করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ঠেকাতে ফেনী শহরের দোকানপাট ও কাঁচাবাজার সপ্তাহের সোম ও বৃহস্পতিবার খোলা থাকবে বলে এ ঘোষণা দিয়েছে পৌরসভা।

ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেনী শহরের সব দোকানপাট সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সোম ও বৃহস্পতিবার খোলা থাকবে। পচনশীল মাছ, মাংস, কাঁচাবাজার প্রতিদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তবে শহরের সব ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।