ঢাকা: ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে ইনোভিশন কনসাল্টিংয়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে ইনোভিশন কনসাল্টিং ‘জনগণের নির্বাচন পালস সমীক্ষা, রাউন্ড ২’ এর প্রথম প্রতিবেদনের ফলাফল প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
ইনোভিশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সমীক্ষার প্রধান মো. রুবাইয়াত সরোয়ার প্রতিবেদনের মূল ফলাফলগুলো উপস্থাপন করেন।
সমীক্ষাটি নির্বাচন সময়, নির্বাচনী পরিবেশ, আইন ও শৃঙ্খলা এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মক্ষমতাসহ বেশ কয়েকটি মূল ক্ষেত্রে জনগণের ধারণার পরীক্ষা করে।
সমীক্ষায় বাংলাদেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনী পরিবেশ, আইন ও শৃঙ্খলা এবং নির্বাচনী সংস্কার সম্পর্কে জনগণের অনুভূতি জানতে চেষ্টা করেছে।
সমীক্ষার ফলাফলে বলা হয়, সরকারে জনগণের আস্থা: ভোটারদের একটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠের তত্ত্বাবধায়ক সরকারের কর্মক্ষমতার প্রতি ইতিবাচক ধারণা রয়েছে, যার ৭৮ দশমিক ৭ শতাংশ এটিকে ‘ভালো’ বা ‘মধ্যম’ হিসেবে রেট দিয়েছে। তবে, তরুণ, বেশি শিক্ষিত এবং শহুরে জনসংখ্যার মধ্যে অনুমোদনের রেটিং কম।
নিরপেক্ষ নির্বাচন ও ভোটার নিরাপত্তা: সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে জনগণ মূলত আত্মবিশ্বাসী, যার ৬৯ দশমিক ৯ শতাংশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। একটি অনুরূপ সংখ্যাগরিষ্ঠ (৭৭.৫ শতাংশ) বিশ্বাস করে যে, তারা নিরাপদে এবং ভয় ছাড়া ভোট দিতে পারবে। এর সত্ত্বেও, পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে সন্দেহ তরুণ, শিক্ষিত এবং শহুরে বাসিন্দাদের মধ্যে বেশি।
আইন ও শৃঙ্খলা: অধিকাংশ উত্তরদাতা (৫৬ দশমিক ৬ শতাংশ) মনে করেন যে, গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে। এ ধারণা শহুরে বাসিন্দা, তরুণ প্রজন্ম এবং উচ্চ শিক্ষা ও আয়ের স্তরের লোকেদের মধ্যে বেশি স্পষ্ট। এ বিষয়ে তথ্যের প্রাথমিক উৎস হলো সামাজিক মাধ্যম, যা একটি উল্লেখযোগ্য অংশের জনসংখ্যার জন্য, বিশেষ করে তরুণ এবং বেশি শিক্ষিত ব্যক্তিদের জন্য।
নির্বাচন সময় ও ভোটদানের অভিপ্রায়: ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা সম্মত হয়েছে যে, নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হওয়া উচিত এবং ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তবে, শিক্ষার্থী, শিক্ষিত ব্যক্তি এবং কিছু পেশাজীবী নির্বাচন সময় সম্পর্কে উচ্চতর অসম্মতি এবং ভোট দেওয়ার কম ইচ্ছা দেখিয়েছে।
নির্বাচনী সংস্কার: সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) সম্পর্কে জনগণের সচেতনতা কম, ৫৬ শতাংশ উত্তরদাতা এ ধারণাটির সঙ্গে অপরিচিত। যারা সচেতন, তাদের মধ্যে এ ব্যবস্থার প্রতি বিরোধিতার চেয়ে বেশি সমর্থন রয়েছে। পিআর-এর জন্য সচেতনতা এবং সমর্থন তরুণ প্রজন্ম এবং উচ্চ শিক্ষা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস.কম-এর সিইও একে এম ফাহিম মাশরুর, ব্যারিস্টার রুশনা ইমাম, ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।
আরকেআর/আরআইএস