ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যশোরে পূর্বশত্রুতার জেরে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৫, মে ৩০, ২০২০
যশোরে পূর্বশত্রুতার জেরে যুবক খুন

যশোর: যশোর শহরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আল-মামুন ওরফে আল-আমিন (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

আল-মামুন কেশবপুর উপজেলার শেখাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শহরের খড়কি এলাকায় দুলুর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার (২৯ মে) রাতে শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-মামুনের ফুফু রেবেকা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সাব্বির, রসুল, বক্কার, হুদয়, সিয়াম, তাহসিন রাত ৮টার দিকে শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মিতালি ক্লাবের সামনে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম ইমন বলেন, আল-মামুনের বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। তদন্ত করে পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ