ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দারিদ্র্য ও অসমতা গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, নভেম্বর ১২, ২০১৯
দারিদ্র্য ও অসমতা গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ বক্তব্য রাখছেন ড. শিরীন শারমীন চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছন, দারিদ্র্য ও অসমতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকা ডায়লগে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা গ্লোবাল ডায়লগের দ্বিতীয় দিনে সংসদীয় কূটনীতি নিয়ে বক্তব্য রাখেন ড. শিরীন শারমীন চৌধুরী।

এসময় তিনি বলেন, অভিবাসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ, জলবায়ু পরিবর্তন, নিরপত্তা ইত্যাদি ইস্যু বৈশ্বিক হয়ে উঠেছে। আর জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের মধ্যে রোহিঙ্গা জ্বলন্ত উদাহরণ।

তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে আমাদের উদ্ভাবনের দিকে ঝুঁকতে হবে। নতুন নতুন উদ্ভাবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণ লাভবান হতে পারে।

সোমবার ( ১১ নভেম্বর) ঢাকা গ্লোবাল ডায়লগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়লগের আয়োজন করেছে। এটি শেষ হবে বুধবার (১৩ নভেম্বর)।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।