ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
নাসিরনগরে সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. বজলুল হকের ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে প্রত্যাহার করার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বাদ দেয়া হবে।

এর আগে গত বুধবার দুপুরে বজলুল হকের দুর্নীতির বিরুদ্ধে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন উপজেলার ভুক্তভোগী সাধারণ মানুষ। ওইদিনই তাকে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

** ১১৫০ টাকার খারিজ ফি আদায় ২০ হাজার!

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।