ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে আগুন তুলার গোডাউনে আগুন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ইব্রাহীম টেক্সটাইল মিলের এফবি ট্রেডার্স তুলার গোডাউনে আগুন লাগে।

ইব্রাহীম টেক্সটাইল মিলের এডমিন চিফ আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, আমরা গোডাউনটি এফবি ট্রেডার্সের রতন সাহেবের কাছে ভাড়া দিয়েছি।

এখানে কয়েক কোটি টাকার তুলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।