ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

ডাকসু নির্বাচন: ছাত্রদলের সঙ্গে আলোচনায় তারেক রহমান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, আগস্ট ২০, ২০২৫
ডাকসু নির্বাচন: ছাত্রদলের সঙ্গে আলোচনায় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলে কারা প্রার্থী হবেন, তা নিয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে স্কাইপে অনুষ্ঠিত ওই বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে।

এর আগে ছাত্রদল নেতারা নিজেরা বসে একটি খসড়া প্রস্তুত করেছিলেন।

সূত্র জানায়, ছাত্রদলের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামি। তবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে কারা থাকবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে—ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান এবং বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এ পদে প্রার্থী হতে পারেন।

বুধবার (২০ আগস্ট) ছাত্রদল নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারে। এর আগে দলটির একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকেই একই সঙ্গে কেন্দ্রীয় ও হল পর্যায়ের মনোনয়নপত্র তুলেছেন।

এফএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।