ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দিনভর সরব ছিল রাজনীতি ও জনমত, আর এর বাইরেও জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রবাসীদের ভোটার কার্যক্রম সহজীকরণ, ভোটকেন্দ্র প্রকাশ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানের অপসারণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতা ও সড়ক থেকে অটোরিকশা অপসারণ; সব মিলিয়ে বুধবার (২০ আগস্ট ২০২৪) দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নানা ইস্যু।
ডাকসু নির্বাচনে কাদের-বাকেরের নেতৃত্বে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল
গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের বাকি সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলও। এটিকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে ফের সরগরম হয়ে উঠেছে নির্বাচন ঘিরে আলোচনা।
ছাত্রদলের প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে সহসভাপতি (ভিপি), কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক (জিএস) ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
ডাকসুতে ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাই গণ–অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দিয়েছে ছাত্রদল। তন্বী এই পদে ডাকসুতে নির্বাচন করছেন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
প্রবাসীদের ভোটার হওয়ার প্রক্রিয়া সহজীকরণ
নির্বাচন কমিশন এক পরিপত্র জারি করে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম সহজ করেছে। পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। ফলে যাদের পাসপোর্ট নেই বা দালালরা যাদের পাসপোর্ট জব্দ করেছে তাদের আর কোনো চিন্তা নেই।
সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভোটের প্রস্তুতিতে আরেক ধাপ এগিয়ে গেল কমিশন। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। এছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।
বিএফআইইউ প্রধানের অপসারণ ও বাধ্যতামূলক ছুটি
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে অপসারণ করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন জানিয়েছেন, বিএফআইইউ প্রধান এখন থেকে ছুটি কন্টিনিউ করবেন। তার বিরুদ্ধে যে তদন্ত কার্যক্রম চলছে-তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি অফিসে আসবেন না। সামাজিকমাধ্যমে বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে ছুটিতে পাঠানো হয়।
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিও ছিল দিনের প্রথমভাগে আলোচনায়। তবে এ শুনানিতে রায় আসেনি। আগামী বৃহস্পতিবার ফের শুনানি হবে।
এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।
মির্জা ফখরুলের অসুস্থতা
চিকিৎসা শেষে দেশে ফেরার পর ফের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়। ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে ছয় দিন পর মঙ্গলবার তিনি দেশে ফেরেন। তার অসুস্থতা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেন।
অটোরিকশা ডাম্পিং
রাজধানীর আতঙ্কখ্যাত অটোরিকশা উচ্ছেদ অভিযান চলে সকালে। এ নিয়ে এমনিতেই আলোচনা থাকলেও ডাম্পিং করার খবরে অনেকে স্বস্তি প্রকাশ করেন। সকাল ৮টা থেকেই মিরপুর ১০ নম্বরের পল্লবী জোনে বিশেষ অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। এতে অন্তত ২০টি অটোরিকশা ডাম্পিং করা হয়।
বুড়িগঙ্গায় উদ্ধার অভিযান
দিনের শুরুতেই শুরু হয় ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বুড়িগঙ্গার তীর দখলমুক্তে দুই দিনের যৌথ অভিযান। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬-এর নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ।
এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে বলে জানানো হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। তারা উচ্ছেদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ম্যাজিস্ট্রেট সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
ইইউডি/এমজে