ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিলো বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিলো বাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ফাইল ফটো

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় অক্ষত আছেন মন্ত্রী।

পুলিশ বাসটি জব্দ ও চালক ইব্রাহীম খলিল ইমনকে (২২) আটক করেছে।  

শুক্রবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) ইয়াদুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বাসের হেলপার মানিককেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউ ভিশন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) পেছন থেকে ধাক্কা দেয়।  

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থামতে না থামতেই এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে পড়তে হলো রাজধানীর বেপরোয়া বাসের কবলে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad