ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তামনির দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
মুক্তামনির দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন মুক্তামনি-ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘হেমানজিওমা’ রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিশু মুক্তামনির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বেলা ১১ট‍ার দিকে ঢামেক হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটারে (ওটি) তার অস্ত্রোপচার শেষ করেন চিকিৎসকরা।

হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে জানান, সকাল সোয়া ৮টার দিকে শিশুটিকে ওটিতে নেওয়া হয়।

সকাল পৌনে ৯টায় শুরু হয়ে অস্ত্রোপচার শেষ হয় দুই ঘণ্টায়।

গত ২৭ জুলাই ভিডিওতে মুক্তামনিকে ও তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখেন এবং ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড মিটিং করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

পরে ই-মেইলে সিঙ্গাপুরের হাসপাতালটি জানিয়েছিল যে, ‘রোগটি ভালো হওয়ার নয় ও সেটি অস্ত্রোপচার করার মতোও নয়’।

এ পর্যবেক্ষণ জানার পর গত ০২ আগস্ট মুক্তামনির চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সভায় ঝুঁকিপূর্ণ হলেও সকল ধরনের সর্তকতা অবলম্বন করে বায়োপসি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সে অনুসারে গত ০৫ আগস্ট সফলভাবে মুক্তামনির বায়োপসি অপারেশন সম্পন্ন হয়।

সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ গ্রামের দক্ষিণ কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেন ও আসমা খাতুন দম্পতির মেয়ে মুক্তামনি। এ রোগে তার ডান হাত ফুলে যায়। সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফুলে যাওয়া অংশে। শরীরের অসহ্য ব্যথা ও যন্ত্রণায় মুক্তামনি বসতেও পারে না। এরপর হাতে পচন ধরে। হাতের সঙ্গে বুকের একাংশেও ছড়িয়ে পড়েছে রোগটি। দীর্ঘ নয় বছরেও মুক্তার রোগ ধরতে পারেননি চিকিৎসকরা।

গত ০৮ জুলাই বাংলানিউজে ‘নয় বছরেও ধরা পড়েনি মুক্তার রোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে। এরপর অনেকেই এগিয়ে এসেছেন, সহায়তার হাত বাড়িয়েছেন মুক্তার চিকিৎসায়।

এক পর্যায়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়ে শিশুটিকে নিয়ে আসেন। গত ১১ জুলাই ঢামেক হাসপাতালে ভর্তির দিনই মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মুক্তামনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এজেডএস/এএটি/এএসআর

'বাবা চিন্তা কোরো না', অপারেশনের আগে বাবাকে মুক্তামনি
মুক্তামনির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার চলছে
মুক্তামনিকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হয়েছে
দ্বিতীয় দফায় মুক্তামনির অস্ত্রোপচার শনিবার
মুক্তামনির রক্তনালীতে টিউমার!
মুক্তামনির বায়োপসি পরীক্ষা সফল

'মুক্তামনির জীবনের ঝুঁকি থাকলে সেই হাতের দরকার নেই'
হঠাৎ অসুস্থ মুক্তামনি
শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠছে মুক্তামনি
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মুক্তামনির চিকিৎসা শুরু
ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্য সচিব
ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

মুক্তামনিকে দেখতে ঢামেকে মুশফিক
মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বহুমাত্রিক চর্মরোগে আক্রান্ত মুক্তামনি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ