ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নিহত ফায়ার ফাইটার শামীমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, সেপ্টেম্বর ২৩, ২০২৫
নিহত ফায়ার ফাইটার শামীমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: বাংলানিউজ

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দায়িত্বরত অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) নামাজে জানাজা আজ বাদ এশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মো. মাহাবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি এবং নিহত শামীম আহমেদের সহকর্মীরা অংশ নেন।


এর আগে তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শামীম আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শহীদী মর্যাদা দান করেন-আমরা সে প্রার্থনা করি।

তিনি আরও জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং আহত তিন ফায়ার ফাইটারের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ রাতেই ঢাকায় পৌঁছাবেন।

এসময় তিনি নিহত শামীম আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, ফিক্সড ডিপোজিট এবং সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে চারজন ফায়ার ফাইটার আহত হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ (১০০% বার্ন) শামীম আহমেদ আজ বিকেল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।