ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় ৫ দিনব্যাপী ধর্ম সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
আগরতলায় ৫ দিনব্যাপী ধর্ম সম্মেলন শুরু

আগরতলা: রথযাত্রা উপলক্ষে বুধবার (২৮ জুন) থেকে আগরতলায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ধর্ম সম্মেলন। রাজধানীর শ্রী জগন্নাথ জিউ মন্দিরে হচ্ছে এ সম্মেলন।

প্রথম দিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অগ্নি কুমার আচার্য, বিশ্ববঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের ত্রিপুরা শাখার সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক প্রমুখ।

সম্মেলনে প্রথম দিন প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন।

দ্বিতীয় দিন আলোচনা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ড. বিভাস কান্তি কিলিকদার, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সাবেক অধ্যাপক ড. সীতানাথ দে প্রমুখ।

পাঁচ দিনব্যাপী এ সম্মেলন শেষ হচ্ছে আগামী রোববার (২ জুলাই)।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।