ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ভারত

প্রচণ্ড গরমে লাইভ সংবাদে জ্ঞান হারালেন পাঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
প্রচণ্ড গরমে লাইভ সংবাদে জ্ঞান হারালেন পাঠক

প্রচণ্ড গরমে লাইভ সংবাদে জ্ঞান হারালেন খবর পাঠক। ঘটনাটি ঘটেছে কলকাতায় গত ১৮ এপ্রিল দূরদর্শনে টিভি স্টেশনে।

জ্ঞান হারানো সেই খবর পাঠক হলেন কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ লোপামুদ্রা সিনহা। ‘মিঠাই’সহ একাধিক দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সঞ্চালনা ও সংবাদ পাঠ করেন লোপামুদ্রা। এই সংবাদ পাঠের সময়ই ঘটেছে বিপত্তি।

গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে হিটওয়েভে অজ্ঞান হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন লোপামুদ্রা।

ভিডিওতে লোপামুদ্রা বলেন, ‘লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়। আমি অজ্ঞান হয়ে যাই। ’

তিনি বিস্তারিত জানান, সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল, একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময়ে কোনো বিরতি না আসায় পানি খেতে পারিনি। শেষমেশ একটা বিরতি এলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানি চাই। পানি পান করিও । তারপর আস্তে আস্তে চোখের সামনে টেলিপ্রম্পটারটা ঝাপসা হয়ে আসতে থাকে।  

২১ বছরের ক্যারিয়ারে এমন ঘটনা এবারই প্রথম ঘটল বলেও জানান তিনি।

লোপা আরও জানান, তার এভাবে জ্ঞান হারানো দেখে তড়িঘড়ি ফ্লোরের সবাই ছুটে এসে তার চোখে-মুখে পানির ছিটা দেন। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে বইছে তাপপ্রবাহ। অসহনীয় গরমে কাহিল কলকাতার বাসিন্দারা। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে। যে কারণে সেখানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, সোশ্যাল মিডিয়া  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।