ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ভারত

অসুস্থ হয়ে হাসপাতালে কারাবন্দি অভিনেতা তাপস পাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
অসুস্থ হয়ে হাসপাতালে কারাবন্দি অভিনেতা তাপস পাল অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পাল

কলকাতা: রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে কারাবন্দি অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালকে আইসিসিইউতে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। এ অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী নন্দিনী পাল।

রোজভ্যালি আর্থিক প্রতারণা মামলায় তাপস পাল ভুবনেশ্বর জেলে বন্দি আছেন। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ।



রোববার (২১ মে) তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করেন। জানা যায়, ৫৮ বছর বয়সী এ অভিনেতার শরীরে একাধিক সমস্যা রয়েছে।

গতবছরের ৩০ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাপস পালকে রোজভ্যালি আর্থিক কেলঙ্কারির ঘটনায় গ্রেফতার করে। প্রায় একই সময়ে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের অপর সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় সদ্য জামিন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।