ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় হচ্ছে দ্বিতীয় ডেপুটি হাই কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আগরতলায় হচ্ছে দ্বিতীয় ডেপুটি হাই কমিশন অ্যাসিস্টেন্ট হাই কমিশন। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাই কমিশনকে দ্বিতীয় ডেপুটি হাই কমিশনে উন্নীত করা হচ্ছে।

বুধবার (২৯ মার্চ) অ্যাসিস্টেন্ট হাই কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সরকার নীতিগতভাবে এ সংক্রান্ত কাজ শুরু করেছে।

ত্রিপুরা রাজ্যের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো আগরতলায় বাংলাদেশে ডেপুটি হাই কমিশন স্থাপন করার। রাজ্যবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে গতবছর আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসকে অ্যাসিস্টেন্ট হাই কমিশনে উন্নীত করা হয়।

আগরতলায় অ্যাসিস্টেন্ট হাই কমিশন স্থাপনের পর কমিশনের কর্মীদের পরিশ্রম ও দক্ষতার সঙ্গে কাজ করে সাফল্য অর্জন করায় বাংলাদেশ সরকার আগরতলায় ডেপুটি হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিমত সংশ্লিষ্টদের।

ডেপুটি হাই কমিশন হলে কাজের পরিধি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।