ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, সেপ্টেম্বর ১, ২০১৯
চবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ...

চট্টগ্রাম: ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সংঘর্ষে জড়ান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থেমে থেমে তাদের মধ্যে সংঘর্ষ চলছে।

সংঘর্ষে জড়ানো দু’গ্রুপ হলো- শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি।

এর আগে শনিবার মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

এতে উভয় গ্রুপের ৫ নেতাকর্মী আহত হন। পরে রোববার সকাল থেকে বিজয় গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেন।

অবরোধের সমর্থনে শহর থেকে ছেড়ে যাওয়া সকাল সাড়ে ৭টার শাটল ট্রেনের ১৬টি হোসপাইপ কেটে দেয় তারা। এসময় শাটল ট্রেনের চালক খোরশেদ আলমকে তুলে নিয়ে যায়। এক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ থামাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।