ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্চারি বিশ্বকাপের দলগত ইভেন্ট থেকে বিদায় রোমান-দিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ২৩, ২০২২
আর্চারি বিশ্বকাপের দলগত ইভেন্ট থেকে বিদায় রোমান-দিয়াদের

এলিমিনেশন রাউন্ডের প্রথম দাপ দারুণ জয়ে পার করলেও পরের ধাপে এসে আটকে গেছে বাংলাদেশ। আর্চারি বিশ্বকাপের রিকার্ভ পুরুষ দলগত বিভাগ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে পেরে ওঠেনি রোমান সানারা।

রিকার্ভ মহিলা দলগত বিভাগ থেকেও ছিটকে গেল বাংলাদেশ।

ফ্রান্সের প্যারিসে আর্চারি বিশ্বকাপের (স্টেজ-৩) পুরুষ বিভাগের নকআউট পর্বের প্রথম ধাপে ব্রিটেনের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টের জয় পায় বাংলাদেশ। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাস্ট্রের কাছে একই পয়েন্ট ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। এছাড়া মেয়েদের প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়া সিদ্দিকীরা ৬-২ সেটে হেরেছেন চাইনিজ তাইপের কাছে।

এদিকে ছেলেদের এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের তিন তীরন্দাজ। দক্ষিণ আফ্রিকার উইন রাউক্সকে ৬-০ সেটে হারিয়েছেন রোমান সানা। সাগর ইসলাম ৬-৪ সেটে হারিয়েছেন পুয়ের্তো রিকোর আদ্রিয়ান মুনোজকে। স্লোভেনিয়ার লুকা আর্নেজের বিপক্ষে ৬-৪ সেটে জিতেছেন হাকিম আহমেদ রুবেল।  
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।