ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, মে ১৪, ২০২০
নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের সিরিজ স্থগিত ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজ স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। পরবর্তী দুই মাসে দু’টি সিরিজ খেলার কথা ছিল আইরিশদের। 

২০২০ সালের ১৯ জুন থেকে ০২ জুলাইয়ের মধ্যে কিউইদের বিপক্ষে ঘরের মাটিতে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ছিল আয়ারল্যান্ডের। এই সিরিজের পরপরই ১২ ও ১৪ জুলাই ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি খেলার কথা তাদের।

কিন্তু সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে।  

এমনকি একই কারণে সেপ্টেম্বরে আইরিশদের ইংল্যান্ড সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ক্রিকেট আয়ারল্যান্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইংলিশদের বিপক্ষে সিরিজটি এখনও ‘আলোচনাধীন’।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ১৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।