ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

যত গুঞ্জন সাকিবকে নিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
যত গুঞ্জন সাকিবকে নিয়ে

ঢাকা: কোনো ধরনের আভাস ছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়ার পর অনেকটা ‘অপ্রস্তুত’ হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধর্মঘট ডাকার পরদিনই এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়েন। পরে অবশ্য পাপন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসার পর এবং ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করার পর দু’পক্ষের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে ‘সমঝোতার আলাপ’ হলে ধর্মঘটের অবসান হয়। কিন্তু নাটকের আর অবসান হয়নি।

নাটকের এখন ‘কেন্দ্রে’ দেখা যাচ্ছে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। এমনকি তাকে ঘিরেই সংবাদমাধ্যমে প্রকাশ পাচ্ছে বিভিন্ন ধরনের খবর।

আসন্ন ভারত সফরে সাকিব যাবেন কি-না, তা নিয়েও চলছে আলাপ-আলোচনা। উপরন্তু ‘শাস্তি’র আলাপও হচ্ছে বিভিন্ন পরিসরে।  

এই নাটকের শুরু হয় ধর্মঘটের সমাপ্তি টানার পরদিন থেকেই। দাবি-দাওয়ার বিষয়টি সুরাহা হয়ে যাওয়ায় ২৫ অক্টোবর অনুশীলন ক্যাম্পে ফেরেন ক্রিকেটাররা। সেদিন শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে সবাই গা গরম করলেও দেখা যায়নি সাকিবকে।

এরপর খবর ছড়ায়, বিসিবির নিয়ম অমান্য করে একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় সাকিবের কাছে ‘জবাব’ চাইবে বিসিবি। ভারত সফরকে ঘিরে মিরপুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও সাকিব এতে অংশ না নেওয়ায় ‘জবাব’ চাওয়ার বিষয়টি নিয়ে খবর আরও বেশি ছড়ায়। শেষতক তাকে কারণ দর্শানোর (শো’কজ) নোটিশ দিয়েই দেয় বিসিবি। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সোমবারও (২৮ অক্টোবর) বলেছেন, ‘কোচের অনুমতিক্রমে তিনি (সাকিব) ছুটিতে আছেন’।
 
কিন্তু ধর্মঘটের বিষয়টি সুরাহা হওয়ার পর গত ক’দিনে সাকিব বেশ ক’বার বিসিবি সভাপতির সঙ্গে বসলেও অনুশীলন ম্যাচে তাকে দেখা না যাওয়ায় গুঞ্জনের নানা ডালপালা মেলে।  

ক্রিকেটাররা ২১ অক্টোবর ধর্মঘট ডাকার পরদিনই ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘যেসব দাবি-দাওয়া আছে, এখানে এমন কিছু নেই যে আমাদের বললে আমরা মানবো না। তাহলে বললো না কেন? ...খেলা বন্ধ কেন করবে? ওরা যদি না খেলতে চায় না খেলবে। এসব আসলে পূর্বপরিকল্পিত। আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে নষ্ট করার একটা চেষ্টা চলছে। ভারত সফর বাদ দিলে আইসিসির কাছ থেকে চাপ আসবে। সবই পূর্বপরিকল্পিত। ’

ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরার সময় পাপন তখন বলেন, ‘এখানে এক-দু’জন জড়িত থাকতে পারে। অন্যরা হয়তো না জেনেই এই ধর্মঘটে যোগ দিয়েছে। ’

আর সোমবার একটি সংবাদমাধ্যমকেও পাপন বলেন, ‘আমি যখন বলেছি, এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে...। আপনারা আমাকে এত বছর ধরে চেনেন, কখনো ভুল বা মিথ্যা বলেছি? নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। আমার কাছে তথ্য ছিল যে ভারত সিরিজ বানচাল হবে। ’

তার বক্তব্যে জানা যায়, ক্রিকেটারদের অনেকের পরিকল্পনা ছিল, তারা ভারত সফরে যাবেন না। পাপন বলেন, ‘সাকিবকে ডেকেছি। দেখি ও কী বলে। আরও অনেকে হতে পারে। আমি জানি না কারা। তবে তথ্য ছিল ওরা যাবে না। এখন তো ঘুরে গেছে পরিস্থিতি। ’

এতসব কথা ছড়ানোর পরিপ্রেক্ষিতে স্বভাবতই বেশি আলোচনা টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবকে নিয়ে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সাকিবের ব্যাপারে আমরা আগামীকালই (মঙ্গলবার, ২৯ অক্টোবর) বলতে পারবো। অনিশ্চয়তা কিছু না... কালকে আমরা সব বিস্তারিত জানিয়ে দেবো। আমার কাছে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত সাকিব যাচ্ছেন। ’

আকরামের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে টি-টোয়েন্টি দল ঘোষণার কথা। এর দু’একদিন পর ঘোষণা হবে টেস্ট দল। ‘ঘোষণা’য়ই জানা যাবে, সাকিবকে ঘিরে গুঞ্জন কতদূর যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।