ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিসিবিতে অপেক্ষায় পাপন, ক্রিকেটাররা গুলশানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
বিসিবিতে অপেক্ষায় পাপন, ক্রিকেটাররা গুলশানে বিসিবিতে অপেক্ষায় পাপন, ক্রিকেটাররা গুলশানে

১১ দফা দাবিতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে সমস্যা সমাধানে বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বিসিবি কার্যালয়ে বসার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের। এ নিয়ে দু’দফা তারা সাংবাদিকদের জানান, ক্রিকেটারদের অপেক্ষায় রয়েছেন। তবে বিসিবিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে বসিয়ে রেখে হঠাৎ করেই গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে বসলেন আন্দোলনরত ক্রিকেটাররা।

ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে বোর্ড সভাপতির কথা হয়েছে। তবে কি কথা হয়েছে সেটা জানা যায়নি।

ক্রিকেটারদের পক্ষ থেকে কেউ ছিল কিনা সেটাও জানা যায়নি। তবে আমরা প্লেয়ারদের জন্য অপেক্ষা করছি। ৫টায় না হলে তারা যদি পরেও আসে তবে আমরা প্রস্তুত আছি কথা বলতে। ' 

জালাল ইউনুসের এমন ঘোষণার কিছুক্ষণ পরেই জানা যায় গুলশানের একটি হোটেলে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনরত ক্রিকেটাররা।

এর আগে গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সকল ক্রিকেটাররা।

ক্রিকেটারদের দাবির মধ্যে ছিল কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ, খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো, স্থানীয় কোচদের প্রাধান্য দেওয়া, জাতীয় লিগের ম্যাচ ফি বাড়ানো, ভ্রমণভাতা বাড়ানো, বিভাগীয় পর্যায়ে অনুশীলনের সুযোগ বাড়ানো, আন্তর্জাতিক মানের বল দিয়ে স্থানীয় ম্যাচ আয়োজন, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের দুর্নীতি বন্ধ করার মতো বিষয়গুলো।

ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দাবি করেন, ক্রিকেটারদের দাবিগুলো ‘অযৌক্তিক’। শুধু তাই না, তার মতে এসব করা হচ্ছে দেশের ক্রিকেটকে ধ্বংস করার উদ্দেশ্যে।

আরও পড়ুন...না জানিয়ে খেলোয়াড়রা কেন আন্দোলনে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।