ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফাইনালে বিকেএসপি ও গাজী গ্রুপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ফাইনালে বিকেএসপি ও গাজী গ্রুপ ছবি: সংগৃহীত

গাজী গ্রুপ বিকেএসপি কাপ (অ-১৮) ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনালে উঠেছে বিকেএসপি ও গাজী গ্রুপ ক্রিকেট একাডেমি। বিকেএসপির ৩ নং ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিকেএসপি ২৮ রানে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমিকে পরাজিত করে গ্রুপ চ্যম্পিয়ন হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

টসে জিতে বিকেএসপি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ৪৭ ওভারে ২০৭ রান তুলে অলআউট হয় দলটি।

বিকেএসপির পক্ষে আরাফাত ৬৩ ও বিপ্লব ৪২ রান করেন। নর্থ বেঙ্গলের হৃদয় ইসলাম ৪৪ রানে ৪ উইকেট নেন। জবাবে নর্থ বেঙ্গল ৪৫.৩ ওভারে ১৭৯ রান তুলতে গুটিয়ে যায়।

খেলা শেষে বিকেএসপির উইকেটরক্ষক আকবর আলীকে ৬৩ রান, ২ স্ট্যাম্পিং ও ১টি ক্যাচ নেওয়ার জন্য ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিকেএসপির চিফ কোচ মাসুদ হাসান। এ সময়য় গাজী গ্রুপের ডাইরেক্টর অব কোচিং মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এদিকে বিকেএসপির ১নং ক্রিকেট গ্রাউন্ডে চট্টগ্রামের ইস্পাহানী ক্রিকেট একাডেমি ৮ উইকেটে নেপালের গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে নেপাল একাডেমি দলটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ২৭.৫ ওভারে ৭৫ রান করে। জবাবে ইস্পাহানী ৮.৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইস্পাহানীর রিশাদ হোসেন ৭ ওভারে ৫ উইকেট লাভ করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো; গাজী টায়ারস ক্রিকেট একাডেমি, ইস্পাহানী ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম, লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, কুমিল্লা, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, রাজশাহী, গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমি, নেপাল ও বিকেএসপি। দু’টি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দু’টি দল ফাইনাল খেলবে। আগামী ১৬ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ অক্টোবর ১ নং ক্রিকেট মাঠে বিকেএসপি ও গাজী গ্রুপ ক্রিকেট একাডেমির মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গাজী গ্রুপ ক্রিকেট একাডেমি গতকাল নেপালের ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।