ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মুমিনুল কেন বাদ? প্রশ্নে জর্জরিত প্রধান নির্বাচক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
মুমিনুল কেন বাদ? প্রশ্নে জর্জরিত প্রধান নির্বাচক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যখন ২২ ও ২৩ আগস্টের প্রস্তুতি ম্যাচের ১৪ সদস্যের দলে মুমিনুল ও মাহমুউল্লাহ রিয়াদের নাম ঘোষণা করলেন তখন সংবাদ কর্মীরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছেন। তাদের মনের শঙ্কার মেঘ যেন পুরোটাই মুখে এসে জড়ো হলো।

তাহলে কী ২৭ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় প্রথম টেস্টে নেই বাংলাদেশ ক্রিকেটের লিটল মাস্টার মুমিনুল হক? অবশেষে সেই শঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। প্রথম টেস্টের ১৪ সদস্যের স্কোয়াডে প্রিন্স অব কক্সবাজারের নাম অনুচ্চারিত থাকলো।

তখনি শুরু হয় সংবাদ মাধ্যমকর্মীদের প্রশ্নবান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একমাত্র পরীক্ষীত ব্যাটসম্যান হয়েও কেন মুমিনুল নেই। এমন অসংখ্য প্রশ্ন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে আসতে থাকলো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বেশ সতর্কতার সাথেই প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে ধৈর্য হারিয়ে বললেন, ‘আপনারা এভাবে বললেই তো হবে না, আমরা অনেক চিন্তাভাবনা করে দল সাজাই। ’

অবশ্য মুমিনুল ইস্যুতে নান্নুর এমন প্রশ্নবানে জর্জরিত না হওয়ার কোনো কারণও নেই। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গড় রান তার। তার সাম্প্রতিক ফর্মও যদি বিবেচনা করা হয় গত মাসের শেষের দিকে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের দলের হয়ে মুমিনুল খেলেছেন ৭৩ রানের ইনিংস, যা দুই দল মিলিয়ে সর্বোচ্চ।

এরপরেও কেন মুমিনুল নেই? এমন প্রশ্নের জবাবে নান্নুর সোজাসাপ্টা উত্তর ‘মুমিনুল জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত ৬ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন, তাকে বাদ দেয়া হয়েছে মূলত সামগ্রিক পারফর্মের কারণে। ’ 

টেস্ট ফরমেটে বাংলাদেশের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাটিং করা যত ব্যাটসম্যান আছে নিঃসন্দেহে মুমিনুল তাদের মধ্যে অন্যতম। তারপরও নির্বাচকরা এগিয়ে রাখলেন সৌম্য-ইমরুলকে, ‘তিন নম্বরে আমরা সৌম্য অথবা ইমরুলকে তার চেয়ে এগিয়ে রাখছি। ’

অবশ্য শেষ পর্যন্ত সংবাদিকদের প্রশ্নবানে অতিষ্ঠ নান্নু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুমিনুলকে দলে ফেরানোর ইঙ্গিত দিলেন, ‘তাকে হয়তো প্রথম টেস্টে রাখা হয়নি। দ্বিতীয় টেস্ট কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাকা হতে পারে। ’

এত আলোচনা সমালোচনার পরও যখন প্রথম টেস্ট থেকে মুমিনুলকে বাদ দেয়া হলো, সিরিজের দ্বিতীয় টেস্ট কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি ডাক পাবেন সেকথা নান্নু বললেই তো আর হবে না। তার উপরওয়ালা চান কী না সেটাই দেখার বিষয়। নান্নুর উপরওয়ালা! সে আবার কে? আছে!

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।