ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রাতে ঢাকা আসছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
রাতে ঢাকা আসছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সিরিজ। ২৭ আগস্ট থেকে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে সফরকারী দলটির সামগ্রিক বিষয় দেখভালের লক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ঢাকা এসে পৌঁছাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই সদস্যের অগ্রবর্তী দল।

নাম প্রকাশে না করার শর্তে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল এক কর্মকর্তা।

ঢাকা এসে অগ্রবর্তী দলের সদস্যদ্বয় বুধবার সকালে দুই দিনের (২২ ও ২৩ আগস্ট) একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শনে যাবে।

সেখান থেকে প্রস্তুতি ম্যাচের বিকল্প ভেন্যু ধানমন্ডির ইউল্যাব মাঠ পরিদর্শনেও তাদের যাওয়ার কথা রয়েছে।

এদিনই অগ্রবর্তী দল চলে যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের ভেন্যু, টিম হোটেল ও অন্যান্য সুযোগ সুবিধাদি পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) তারা ঢাকায় ফিরবে। পরদিন অস্ট্রেলিয়া দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানরন্দরে অবতরণের সময় তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের পর ২৭-৩১ আগস্ট দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুর স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে অজিরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর থেকে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।