ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নেপালকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
নেপালকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ জয়ের পর বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ সেটে বিধ্বস্ত করে লাল-সবুজের দল।

ঢাকা: বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ সেটে বিধ্বস্ত করে লাল-সবুজের দল।

প্রতিটি সেটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পায় বাংলাদেশ। ম্যাচের প্রথম সেট ২৫-২২ পয়েন্টে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় স্বাগতিক দেশের খেলোয়াড়রা। দ্বিতীয় সেট জিতে নেয় ২৫-২০ পয়েন্টের ব্যবধানে।  

২-০ সেটে এগিয়ে থাকা স্বাগতিকদের সামনে তখন তৃতীয় সেট জিতে ম্যাচ জয়ের হাতছানি। কিন্তু তৃতীয় সেটে বাংলাদেশ ১৭-১৯ সেটে নেপালের কাছে পিছিয়ে পড়ে। বাংলাদেশ অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। স্কোরলাইন সমান (২১-২১) করে নেয় অল্প সময়ের ব্যবধানেই।  

শেষ দিকে বাংলাদেশ দুর্দান্ত খেলে ২৫-২৩ পয়েন্টে তৃতীয় সেট জিতে ৩-০ সেটের ব্যবধানে নেপালকে হারায়।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক সাইদ আল জাবির। গতকাল আফগানিস্তানের বিপক্ষেও ম্যাচ সেরা হন জাবির। অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশের এই অধিনায়ক বলেন, ‘দলীয় প্রচেষ্টাতে জয় এসেছে। আজকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আগের টুর্নামেন্টে হারের প্রতিশোধ নিতে পেরে ভালো লাগছে। এখন আমাদের লক্ষ্য আসরের ফাইনাল খেলা। ’

গতকাল (২২ ডিসেম্বর) আসরের প্রথম ম্যাচে আফগানদের ৩-১ সেটে হারায় বাংলাদেশ। আগামী রোববার (২৫ ডিসেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।