ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বার্সার পর রিয়ালেরও হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বার্সার পর রিয়ালেরও হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন বছরের শুরুতেই ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নিল দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় ২০১৬ সালের প্রথম ম্যাচে এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে বার্সা।

এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের পথ ধরে পয়েন্ট খুঁইয়েছে গ্যালাকটিকোরা। করিম বেনজেমার গোলে এগিয়ে থাকলেও দশজনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।

অন্যদিকে, পুরনো ক্লাবের মুখোমুখি হন রিয়াল কোচ রাফা বেনিতেজ (২০০১-০৪)। অবশ্য সাবেক কোচকে একেবারে খালি হাতে ফেরায়নি ভ্যালেন্সিয়া।   তবে বার্সাকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠা‍র সুযোগটা হাতছাড়া করে বেনিতেজের শিষ্যরা।

ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে দু’দলই ছিল প্রায় সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে মিডফিল্ডার মাতিও কোভাচিচের লাল কার্ডে খানিকটা ব্যাকফুটে চলে যায় রিয়াল। তখন ম্যাচে ১-১ সমতা।

দশজনের দলে পরিণত হলেও ৮২ মিনিটে টনি ক্রুসের ক্রসে দুর্দান্ত হেডে ভিজিটরদের ২-১ গোলের লিড এনে দেন গ্যারেথ বেল। কিন্তু পরের মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের। নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জয়সূচক গোলের দেখা পাননি। তাই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর পাসে প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় রিয়ালকে প্রথম লিড এনে দেন করিম বেনজেমা। তবে বিরতির আগেই নিজেদের ভুলের মাশুল দেয় লস ব্লাঙ্কসরা। পেনাল্টি এরিয়ার বাঁ প্রান্তে ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে ট্যাকল করে বসেন সেন্টার ব্যাক পেপে। পেনাল্টির নির্দেশ দিতেও দেরি করেননি রেফারি। স্পট কিক থেকে রিয়ালের জালে বল জড়ান স্প্যানিশ মিডফিল্ডার ড্যানিয়েল প্যারেজো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।