ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বার্সায় লাভেজ্জি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, নভেম্বর ১৯, ২০১৫
বার্সায় লাভেজ্জি! ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুম শেষেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এজেকুয়েল লাভেজ্জির চুক্তির মেয়াদ শেষ হবে। আর বার্সেলোনাকে পরবর্তী ঠিকানা করতে চান আর্জেন্টাইন তারকা।

বয়সটা ৩০-এর ঘরে গেলেও এখনো ফর্মের তুঙ্গে অভিজ্ঞ এ ফরোয়ার্ড।

গুঞ্জন উঠছে, সেন্ট্রাল ডিফেন্ডারের পাশাপাশি নতুন স্ট্রাইকার দলে ভেড়াতে চোখ রাখছে বার্সা। তবে লাভেজ্জির ব্যাপারে এখনো অাগ্রহ দেখায়নি স্প্যানিশ জায়ান্টরা। তাতে কী? কাতালানদের হয়ে খেলার স্বপ্নে বিভোর আর্জেন্টাইন তারকা।

সুযোগ পেলে অবশ্যই ন্যু ক্যাম্পে পাড়ি জমাবেন বলে নিশ্চিত করেন লাভেজ্জি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বার্সা থেকে প্রস্তাব পেলে তা ফিরিয়ে দিতে পারব না। এমন একটি টিমের হয়ে খেলাটা আমার স্বপ্ন। তবে আমি শান্ত আছি। ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্তই নেওয়ার চেষ্টা করব। ’

লাভেজ্জির সঙ্গে চুক্তি নবায়নের জন্য এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি পিএসজি। ২০১২ সালে নাপোলি থেকে চার বছরের চুক্তিতে তিনি প্যারিসে পাড়ি জমান।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।