ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

খেলা

কোপা আমেরিকাতে অংশ নেবে জাপান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
কোপা আমেরিকাতে অংশ নেবে জাপান

টোকিও: কোপা আমেরিকা কাপ ফুটবলে না খেলার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপান। বৃহস্পতিবার দেশটি জানিয়েছে লাতিন আমেরিকান টুর্নামেন্টটিতে অংশ নেবে তারা।



জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কোজো তাসিমা বলেন,“ সেখানে যেয়ে (কোপা কাপে) আমরা শুধু ফুটবল সম্প্রদায়কে নয় গোটা আন্তর্জাতিক সমাজকে দেখিয়ে দিতে চাই জাপান পরিস্থিতি সামলে উঠছে। ”

“যদি আমরা নিজেদেরকে প্রত্যাহার করতা, সেটা আমাদের ওপর নেতিবাচক প্রভাবই বয়ে আনতো। ” জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) নির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান তাসিমা।   জেএফএ ব্লু সামুরাইখ্যাত রেকর্ড চারবারের এশিয়া কাপ জাপান ফুটবল দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমোদন দেয়।

আগামী জুলাইতে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের (কোপা কাপ) লড়াই হবে। যেখানে অংশ নিয়ে জাপান সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে। এছাড়া সেটি বিশ্বকাপ বাছাইপর্বেও ব্লু সামুরাইদের ধার বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

মাত্র সপ্তাহখানেক আগেই টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে বাছাইপর্ব শুরু করেছে জাপান। ১৯৯৮ সালে অভিষেকের পর সবগুলো বিশ্বকাপেই খেলেছে তারা।

আর্জেন্টিনায় এবারের কোপা আমেরিকাতে লাতিন দেশগুলো বাদে কেবল জাপান ও মেক্সিকো অংশ  নেওয়ার আমন্ত্রণ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, ১৪ এপ্রিল, ২০১১

এএইচবি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।