ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

দর্শকদের জন্য বিসিবির অভিনন্দন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০

ঢাকা: দর্শকদের চাপের মুখে পড়ার ভয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা। আচমকা একদিনের তৃতীয় ম্যাচের সূচিতে পরিবর্তন আনায় টুর অর্গানাইজিং কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী আশরাফুল লিপু রোববার রাতে দুঃখও প্রকাশ করেন।



দর্শকদের বিনীত অনুরোধ জানান মাঠে এসে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দেওয়ার। কথা রেখেছেন দর্শকরা। প্রিয় দলকে সমর্থন দিতে গ্যালারিতে ভিড় জমিয়েছেন। দর্শকদের স্বতস্ফুর্ততা দেখে মুগ্ধ বিসিবি কর্তাব্যক্তিরা। সোমবার খেলা শেষে এজন্য উপস্থিত দর্শকদের অভিনন্দনও জানিয়েছেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আশা প্রকাশ করে,“আমরা আশা করি মিরপুরের মতো সিরিজের বাকি দুই ম্যাচেও দর্শকরা মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেবেন। ”

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, ডিসেম্বর ০৬, ২০১০
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।