সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে পেনাল্টি শুট আউটে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
যেখানে ৪-৩ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পেনাল্টিতে ভারতের দ্বিতীয় শট আটকে দিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। তবে দলের অধিনায়ক ফয়সাল আহমেদ এবং শাহেদ উদ্দিন পেনাল্টি মিস করায় শিরোপা হাতছাড়া হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
টাইব্রেকারে বাংলাদেশ প্রথমে শট নেয়। মিঠু চৌধুরী গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। ভারতও প্রথম শটে গোল করে। দ্বিতীয় শটে মুর্শেদ আলী গোলের ধারাবাহিকতা ধরে রাখেন। ভারতের দ্বিতীয় শট বাংলাদেশের গোলরক্ষক মাহিন হোসেন সেভ করেন।
নির্ধারিত সময়ে বাংলাদেশের গোলদাতা জয় আহমেদ তৃতীয় শটে গোল করলে টাইব্রেকারে স্কোর লাইন দাড়ায় ৩-১। বাংলাদেশ শিরোপার প্রায় দোরগোড়ায়। কিন্তু তখনও যে নাটকীয়তা বাকি। ভারত তৃতীয় শটে গোল করে ব্যবধান ৩-২ করে। বাংলাদেশের হয়ে চতুর্থ শট নিতে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। নিজে তিন গোল করেছেন আবার করিয়েছেন একাধিক। তার নেয়া শট পোস্টের উপর দিয়ে যায়। বাংলাদেশ খানিকটা চাপে পড়ে।
চতুর্থ শটে ভারত গোল করে ম্যাচে ৩-৩ এ সমতা আনে। পঞ্চম ও শেষ শট নেন শাহীন আহমেদ। তার নেয়া শট ভারতের গোলরক্ষক আটকে দেন। তখনই বাংলাদেশের পরাজয়ের শঙ্কা ভর করে। কারণ পঞ্চম ও শেষ শটে ভারত গোল করলেই চ্যাম্পিয়ন হবে তারা। বাংলাদেশের গোলরক্ষক মাহিন ভারতের শেষ শট আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাতে ভারত শিরোপা জয়ের উল্লাসে মাতে।
এর আগে ম্যাচের শুরুতে ভারত এগিয়ে যায়, তখনও ঘড়ির কাঁটা দুই মিনিট ছোঁয়নি। ৩০ গজ দূর থেকে শামি সিঙ্গামায়ুম দারুণ এক ফ্রি কিকে অবিশ্বাস্য গোল করেন। বাংলাদেশি কিপার মাহিন বলে হাত ছোঁয়ালেও জালে জড়ানো আটকাতে পারেননি। প্রথমার্ধে দুইবার পোস্টে বল লেগে বাংলাদেশকে হতাশ করে।
তবে ৬০ মিনিটে বাংলাদেশ কর্নার থেকে উড়ে আসা বল ভারতের জমাট রক্ষণের মাঝে বাধাপ্রাপ্ত হলেও জয় জাল কাঁপান। তাতে সমতায় ফেরে তারা। যোগ করা সময়ে গোললাইন থেকে ভারতের একটি প্রচেষ্টা রুখে দেন বাংলাদেশি এক ডিফেন্ডার। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হলো না লাল সবুজ জার্সিধারীদের।
এআর/এমএম