ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

খেলা

টুইটারে ‘ব্লু  টিক’ হারালেন সাকিব-রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, এপ্রিল ২১, ২০২৩
টুইটারে ‘ব্লু  টিক’ হারালেন সাকিব-রোনালদোরা

বিভ্রান্তি কাটাতে তারকাদের ‘অফিসিয়াল’ আইডি নামের পাশে ‘ব্লু  টিক’ (নীল চিহ্ন) বসিয়েছিল টুইটার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার থেকে বেশ কয়েকজনের নামের পাশ থেকে মুছে যায় ব্লু  টিক।

এই তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাকিব আল হাসান, বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড়রা।

মূলত, এখন থেকে শুধুমাত্র যে টুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু  টিক’ পরিষেবা গ্রহণ করবেন, তাদের নামের পাশেই এই বিশেষ চিহ্ন বসবে। এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে ৮ ডলার। গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানা নেওয়ার পর এমন নিয়ম চালু করেন ইলন মাস্ক।

এর আগে টুইটারে প্রায় তিন লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লু  টিক বসত। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের নামের পাশ থেকে নীল চিহ্ন সরানো হয়েছে।

টুইটারে রোনালদোর অনুসারীর সংখ্যা ১০৮.৩ মিলিয়ন। টুইটারে সর্বোচ্চ অনুসরণ করা পাঁচটি অ্যাকাউন্টের মধ্যে অন্যতম তিনি। সাকিবের অনুসারীর সংখ্যা ২.২ মিলিয়ন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।