নীলফামারীর জলঢাকায় চর এলাকার নারীদের নিয়ে আইনি সচেতনতার ওপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ী এলাকায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উঠান বৈঠকটি হয়।
এ সময় অ্যাডভোকেট শারমিন বলেন, গ্রামের নারীরা সচেতন নয় বলেই এখনও হরহামেশাই বাল্যবিয়ে হচ্ছে। বাল্যবিয়ে দেওয়া অপরাধ। আপনার সন্তান স্কুল কলেজে যাওয়ার পথে কেউ ওড়না ধরে টানলে, অশ্লীল অঙ্গভঙ্গি করলে, খারাপ কথা বললে তা ইভটিজিং। ইভটিজিং একটি অপরাধ। একই সাথে নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণ মারাত্মক অপরাধ। গ্রামের নারীরা এসব অপরাধের সম্মুখীন হলে কিভাবে, কোথায় গেলে আইনি সহায়তা পাওয়া যাবে তা অনেকেই জানে না। ফলে সময় মতো তারা আইনের আশ্রয় নিতে পারেন না। তারা বিচার বঞ্চিত হন।
শারমীন সাথী আরও বলেন, আমি সুপ্রিম কোর্টের পাশাপাশি নীলফামারী জজকোর্টেও অতিদরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা করে থাকি, আপনারা যারা ভূমিহীন, অতিদরিদ্র নিরপরাধ মানুষ, মাসিক আয়ের ব্যবস্থা নেই তারা আমার পক্ষ থেকে আজীবন বিনা খরচে আইনি সহায়তা পাবেন। বৈঠকে জলঢাকা উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘ ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তহিবুল ইসলাম, জিয়ারা বেগম, আয়শা ছিদ্দিকা, নাওরিন বেগম প্রমুখ।
এনডি