ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, অক্টোবর ২০, ২০২৫
চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর সভায় বিভিন্ন দল থেকে একশ’ পাঁচজন জামায়াতে ইসলামীতে যোগদান করেন

চুয়াডাঙ্গা: বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে একশ’ পাঁচজন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার বিকেলে চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন ভূমি অফিস মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

অনুষ্ঠানে সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজুর নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বেল্টু রহমান, নবীননগর গ্রামের বিএনপি নেতা বিপুল, একই গ্রামের কাঙ্গাল এবং সরোজগঞ্জ বাজারের ওলীউর রহমান ওলীসহ ১০৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারী সাজেদুল ইসলাম সাজু বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ব্যবহার ও নীতি আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমরা এই দলে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার। সঞ্চালনা করেন সদর থানা প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদার।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘যারা জামায়াতে যোগ দিয়েছেন, আমরা তাদের পাশে থাকব। আমরা চাই বৈষম্যমুক্ত, মাদকমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে সত্য ও ন্যায়ের প্রতীক জামায়াতই বিজয়ী হবে। ’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ এবং জেলা এইচআরডি সম্পাদক আবু রায়হান।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।